নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ীতে যাত্রীবাহী অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে বেল্লাল হোসেন (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। একই ঘটনায় অটোরিকশা চালকসহ আহত হয়েছেন আরও তিনজন। ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত অটোরিকশাটি আটক করেছে পুলিশ। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার পৌর এলাকার ছাতারপাইয়া সড়কের জমিদার বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বেল্লাল হোসেন সেনবাগ উপজলার ছাতারপাইয়া ইউনিয়নের সিলাদি গ্রামের আলী আসাদের ছেলে। তিনি ঢাকায় ব্যবসা করতেন বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে বেল্লালসহ কয়েকজন একটি অটোরিকশায় করে সেনবাগ-ছাতারপাইয়া সড়ক হয়ে সোনাইমুড়ীর দিকে যাচ্ছিলেন। তাদের অটোরিকশাটি সোনাইমুড়ী পৌর এলাকার জামিদার বাড়ি এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে মারা যান অটোরিকশা যাত্রী বেল্লাল। আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃতদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Discussion about this post