স্টাফ রিপোর্টার: রাজধানীর যাত্রাবাড়ীতে পিকআপ ভ্যানের ধাক্কায় একজন আহত এবং দুই যুবক নিহত হয়েছেন। শুক্রবার (৩ মার্চ) সকাল সাড়ে ছয়টার দিকে রায়েরবাগ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক আকবর ও হাসানকে মৃত ঘোষণা করেন। আর আহত সোহেলের চিকিৎসা চলছে। নিহতরা হলেন, আকবর হোসেন (৪০) ও হাসান (৩০)। এ ছাড়া আহত ব্যক্তির নাম সোহেল। তবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার এসআই সালমান রহমান। তিনি জানান, রায়েরবাগ এলাকায় একটি সিএনজি চালিত অটোরিকশা দাঁড়িয়ে ছিল। পেছন থেকে একটি পিকআপ ভ্যান ধাক্কা দেয়ায় হতাহতের ঘটনা ঘটে।
Discussion about this post