টাঙ্গাইল প্রতিনিধি: উরসে যাওয়ার পথে পিকআপভ্যান উল্টে টাঙ্গাইলের কালিহাতীতে তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। বুধবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার আনালিয়াবাড়ী ১০ নম্বর ব্রিজের কাছে এ দুঘর্টনা ঘটে। নিহতের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম সাহেরা খাতুন (৪০)। বাকিদের নাম-পরিচয় পাওয়া যায়নি। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম এ তথ্যটি নিশ্চিত করে জানান, জামালপুর থেকে ৩০-৩৫ জন লোক সিরাজগঞ্জ এনায়েতপুরে একটি উরসে যাচ্ছিলেন। তাদের বহনকৃত খোলা পিকআপভ্যানটি আনালিয়াবাড়ী ১০ নম্বর ব্রিজের কাছে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। এ সময় অন্তত ১৫ জন আহত হয়েছেন। তিনি আরও জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। একজনের লাশ থানায় ও দুজনের লাশ হাসপাতালে আছে। আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Discussion about this post