বিনোদন ডেস্ক: পাচারকারীদের খপ্পড়ে পড়ে থাইল্যান্ডে আটকে আছে এক বাংলাদেশী মেয়ে। ফিরে আসতে চায় দেশে। কিন্তু চাইলেই কি ফেরা যায়? ক্রমেই তার জীবন ডুবতে থাকে অন্ধকারে। ঠিক তখনই আলোর চিহ্ন নিয়ে আসে এক সেলিব্রেটি অভিনেতা। তবে পর্দার এই নামী অভিনেতা কি সত্যিই হতে পারবে বাস্তব জীবনের নায়ক? এমনি গল্পে নির্মাণ হয়েছে ওয়েবফিল্ম ‘পরি’। এতে নাম ভূমিকায় আছে জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরী। মাহমুদুর রহমান হিমির নির্মিত এ ওয়েবফিল্মটিতে পূজা ছাড়া আরও অভিনয় করেছেন জোভান, তারিক আনাম খান।
Discussion about this post