বিনোদন ডেস্ক: পশ্চিমবঙ্গের মেদিনীপুর বিভাগের বাঁকুড়ার লোকসংগীত শিল্পী সুভাষ চক্রবর্তী মারা গেছেন। শনিবার (২৫ ফেব্রুয়ারি) কলকাতায় মারা যান তিনি। তবে এই সুর ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর বিভাগের বাঁকুড়ার মাটি থেকে গোটা বাংলায় ছড়িয়ে দেওয়ার কান্ডারি আর নেই। জানা গেছে, মৃত্যুর সময় সুভাষ চক্রবর্তীর বয়স হয়েছিল ৭১। ভক্তদের শেষ শ্রদ্ধার জন্য শনিবার বিকেল থেকে রবীন্দ্রসদনে রাখা হয়েছে তার মরদেহ। সম্প্রতি কলকাতাতেই স্থায়ীভাবে বসবাস শুরু করেন সুভাষ চক্রবর্তী। বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন এই লোকশিল্পী। অবশেষে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বাঁকুড়ার ভাদু, টুসু, ঝুমুরকে ভালোবেসে এই সংগীতের লোকগানকেই বেছে নিয়েছিলেন সুভাষ চক্রবর্তী। আর তাতেই পেয়েছিলেন আকাশছোঁয়া সাফল্য। প্রচুর গান লিখেছেন, সুরারোপ করেছেন, গেয়েছেন সুভাষ চক্রবর্তী। তার সুরারোপিত ‘লাল পাহাড়ির দ্যাশে যা’ গানটি বিপুল জনপ্রিয়তা লাভ করেছিল। ‘বাঁকুড়া মাটিকে পেণাম করি দিনে দুপুরে’সহ একাধিক জনপ্রিয় গানের স্রষ্টা লালমাটির এই ভূমিপুত্র।
Discussion about this post