স্পোর্টস রিপোর্ট: ইউরোপের পাঠ চুকিয়ে মধ্যপ্রাচ্যে পাড়ি জমানো ক্রিশ্চিয়ানো রোনালদো এবার তার বাড়ি বিক্রি করে দিচ্ছেন। বাড়িটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৫.৫ মিলিয়ন পাউন্ড অর্থাৎ ৬.১ মিলিয়ন ডলারের বেশি। রোনালদোর এই বাড়িতে রয়েছে সাতটি বেডরুম, ছয়টি বাথরুম, একটি উচ্চ প্রযুক্তির জিমনেসিয়াম, বড় সুইমিং পুল, জ্যাকুজি, বিশাল কিচেন ও একটি সিনেমা রুম। এছাড়া টেনিস কোর্ট ও বিশাল পার্কিং ব্যবস্থা রয়েছে। বাড়িটি রিয়েল এস্টেট এজেন্ট জ্যাকসন-স্টপস দ্বারা বিক্র করতে চাইছেন রোনালদো। বাড়িটিকে ‘আধুনিক ডিজাইনের একটি মাস্টারপি’ হিসাবে বর্ণনা করা হয়। এ দিকে, ৩৮ বছর বয়সী এই ফুটবলার ইংলিশ ক্লাব থেকে বিদায় নিয়ে সৌদি ক্লাব আল নাসরের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে মধ্যপ্রাচ্যে পাড়ি জমান। ২০২৫ সাল পর্যন্ত এই ক্লাবের হয়ে খেলবেন ক্রিশ্চিয়ানো রোনালদো। বর্তমানে বান্ধবী জর্জিনা রদ্রিগেজ ও সন্তানসহ সপরিবারে মধ্যপ্রাচ্যে বসবাস করছেন।
Discussion about this post