ঢাকা : একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক ২ আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন (র্যাব)। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর মোহাম্মদপুর ও মুগদা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে র্যাব। শুক্রবার র্যাবের মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গ্রেপ্তারকৃতরা হলেন, আব্দুল ওয়াহেদ মন্ডল ও তার ভাই জাছিজার রহমান খোকা। জামিনে কারামুক্তি পাওয়ার পর ২০১৬ সাল থেকে পলাতক ছিলেন তারা। তিনি বলেন, র্যাব-৩ এর একটি দল মুগদা থেকে ওয়াহেদকে এবং র্যাব-২ এর আরেকটি দল মোহাম্মদপুর থেকে খোকাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার এড়াতে এতদিন ধরে তারা ঘন ঘন অবস্থান পরিবর্তন করে আসছিলেন।
Discussion about this post