ঢাকা: বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, আওয়ামী লীগের সূর্য অস্ত যাওয়ার পথে। খুব দেরি নেই। সকালে সূর্য লাল দেখা যায়, তখন উদয় হয়। আবার যখন বিকালে অস্ত যায় তখনও লাল হয়। সুতরাং আওয়ামী লীগ নামক লাল সূর্য দেখলেই কেউ মনে করবেন না উদয় হচ্ছে। তাদের সূর্য অস্ত যাচ্ছে। আওয়ামী লীগের সেই সূর্য অস্তে যাওয়ার অপেক্ষায় আছে সারা দেশের মানুষ। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী নবীন দলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুসহ সব রাজবন্দির মুক্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এই সরকারের কোনো জনসমর্থন নেই। পুলিশের একটা অংশকে ব্যবহার করে তারা সেই শূন্যস্থান পূরণ করতে চায়। এটা কোনোদিনই হবে না। যদি হতো, তাহলে রাজারবাগ পুলিশ লাইন থেকে মুক্তিযুদ্ধ শুরু হতো না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তো না। যুবদলের সাবেক এই সভাপতি বলেন, বাংলাদেশেও যে অর্থসংকট এই অর্থ সংকট নিরসনে যিনি সবচেয়ে বেশি কাজ করতে পারতেন, সেই ডক্টর ইউনুসকে আওয়ামী লীগ পারলে ফুটবলের মতন খেলে। আলাল বলেন, বাংলাদেশে অত্যাচার এমন একটা মাত্রায় পৌঁছেছে যে অনেকেই আমাকে প্রশ্ন করেন- আওয়ামী লীগের এই দুষ্টবুদ্ধির সাথে আপনারা পেরে উঠছেন না কেন। পারি না এই কারণে যে, ওরা ওদের কর্মকাণ্ড শুরু করে অস্বাভাবিকভাবে যেটা মানব সভ্যতার রুটিনের সঙ্গে কোনোভাবে মিলে না। আওয়ামী লীগ যে রকম ঠিক সেইভাবে তাদেরকে পতন ঘটাতে হবে। জনসম্পৃক্ত চলমান আন্দোলনেই তাদের পতন ঘটবে। জাতীয়তাবাদী নবীন দলের প্রতিষ্ঠাতা সভাপতি হুমায়ুন আহমেদ তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সোহেল রানার সঞ্চালনায় মানববন্ধনে আরো বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদিন ফারুক, নির্বাহী কমিটির সদস্য অ্যাড. নিপুন রায় চৌধুরী, কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর আলম, মৎস্যজীবী দলের সদস্য ইসমাইল হোসেন সিরাজী প্রমুখ।
Discussion about this post