ঈশ্বরদী(পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে রেললাইনের পাশ থেকে মিজানুর রহমান মিজান (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল পূর্বপাড়া রেললাইনের পাশে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মিজান বাঘইল পূর্বপাড়া গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে। তিনি পেশায় মোটরসাইকেল মেকানিক ছিলেন। নিহতের প্রতিবেশীরা জানান, বুধবার রাত ১০টার দিকে মিজানকে রেললাইনের ওপর বসে থাকতে দেখা গেছে। রাতের কোনো এক সময় ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে। ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিহির রঞ্জন দেব বলেন, মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মৃত্যুর ঘটনা সম্পর্কে পুলিশ তদন্ত শুরু করেছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
Discussion about this post