জামালপুর প্রতিনিধি: মাদক বিরোধী অভিযানে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বুধবার রাত ৮টার দিকে জামালপুর মেলান্দহ উপজেলার ঝাউগড়া ইউনিয়নের শেখসাদী এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- ঝাউগড়া ইউনিয়নের পূর্ব শেখ সাদী এলাকার মোহাম্মদ আ. সামাদের ছেলে জিয়াউর রহমান (৪৫) ও মৃত শাহ আলীর ছেলে গোলাম রাব্বানী (৫৫)। পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত ৮টা দিকে গোপন খবরে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেনের নির্দেশনায় উপ-পরিদর্শক জাহেদুল ইসলামের নেতৃত্বে এএসআই অরুন কুমার দাস, এএসআই আজিজুল হক, কনস্টেবল শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ উপজেলার ঝাউগড়া ইউনিয়নের শেখসাদী এলাকায় অভিযান চালায়। এসময় পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়। মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, গোপন খবরে উপজেলার ঝাউগড়া এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
Discussion about this post