স্পোর্টস রিপোর্ট: হার দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশের মেয়েরা। রবিবার রাতে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১২৬ রানে সংগ্রহ করে বাংলাদেশের মেয়েরা। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে এটিই বাংলাদেশের মেয়েদের সর্বোচ্চ সংগ্রহ। জবাবে ১০ বল হাতে রেখে ৩ উইকেটে ১২৯ রান করে লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কার মেয়েরা। ১২৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে লঙ্কানরা শুরুতেই চাপে পড়ে। বাংলাদেশের ডানহাতি পেসার মারুফা আক্তার নিজের প্রথম দুই ওভারে শ্রীলঙ্কার ৩ উইকেট তুলে নেন। পাওয়ার প্লে’র মধ্যে ৩ উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে শ্রীলঙ্কা। শেষ পর্যন্ত ক্ষতি আর বাড়তে দেননি হার্ষিতা সামারাবিক্রমা। তার ৫০ বলে ৬৯ রানের অনবদ্য ইনিংসের ওপর ভর করে টুর্নামেন্টে টানা দ্বিতীয় জয় তুলে নেয় শ্রীলঙ্কা।
Discussion about this post