বাউফল(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে ৭০ জন দু:স্থ ও অসহায় মানুষের মাঝে চেক বিতরনী সভা অনুষ্ঠিত হয়। রবিবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সহকারি কমশিনার ভূমি বাইজেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক চীফ হুইপ আসম ফিরোজ এমপি। এ সময় উপস্থিত আরো ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন খান, উপজেলা আওমীলীগের সহ; সভাপতি সামসুল আলম মিয়া, উপজেলা আওমীলীগের সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক আনিচুর রহমান, জেলা পরিষদের সদস্য শাহজাহান সিরাজ। প্রধান অতিথি ভাষনে সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি সাবেক চীফ হুইপ আসম ফিরোজ এমপি বলেছেন, শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকলে দেশের মানুষ শান্তিতে থাকে। বিএনপি সরকারের আমলে এ দেশের মানুষেরা অশান্তিতে ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের মৌলিক চাহিদা পূরনে নিরলসভাবে কাজ কওে যাচ্ছেন। শেখ হাসিনা যতদিন প্রধানমন্ত্রী থাকবে ততো দিন এ দেশের মানুষ ভালো থাকবে । প্রতিটি মানুষের উন্নত জীবন যাপন নিশ্চিত করতে আগামী সংসদ নির্বাচনেও আওয়ামীলীগ মনোনীত প্রার্থীকে বিজয় করতে হবে।
Discussion about this post