কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় মাদক সেবন দেখে ফেলায় বাড়ি থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে রাজিব (২২) নামে এক যুবককে হত্যা করার অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে নগরীর গোবিন্দপুর এলাকায় কাজী মনুসর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। নিহত রাজিব কুমিল্লা বিসিকে চাকরি করতেন। কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজুর মোরশেদ এসব তথ্য নিশ্চিত করেন। স্থানীয়দের বরাতে ওসি বলেন, মাদক সেবন দেখা ফেলায় রাজিবের সঙ্গে একই এলাকার রাব্বির কথা কাটাকাটি হয়। এরই জেরে সন্ধ্যা ৭টার দিকে রাব্বি ও তার সহযোগীরা মিলে রাজিবকে বাড়ি থেকে ডেকে নিয়ে গোবিন্দপুর এলাকার কাজী মনসুরের বাড়ির সামনে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে ঢাকা মেডিকেলে নেয়ার পথে রাত ১০টার দিকে রাজিব মারা যান।
Discussion about this post