ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশায় চাকরিচ্যুত এক ছোট ভাইয়ের হাতে কবির হোসেন নামে এক বড় ভাই খুন হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত মোজাম্মেল হোসেনকে আটক করেছে পুলিশ। কবির ও মোজাম্মেল উপজেলার পাইকুরাটি ইউনিয়নের জামালপুর গ্রামের মৃত আতাব উদ্দিনের ছেলে। বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। ছয় বছর আগে মোজাম্মেল পুলিশের চাকরি থেকে বরখাস্ত হয়। পরে তিনি বাড়িতে ফিরে আসেন। তাদের বাবা তাদের জন্য ৬০ হাত দৈর্ঘ্যের একটি বাড়ি রেখে যান। কিন্তু তা তাদের ৫ ভাইয়ের মধ্যে ভাগ হলে জনপ্রতি ১২ হাত করে জায়গা পান। এ নিয়ে ভাইদের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকত। বৃহস্পতিবার সন্ধ্যায় তার বড় ভাই কবির হোসেন বাড়ির সামনে একটি ডোবায় ছিপ দিয়ে মাছ ধরছিলেন। হঠাৎ মোজাম্মেল কবিরকে পেছন থেকে দায়ের কোপ দিয়ে গুরুতর আহত করেন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে রাতেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শুক্রবার দুপুরে মোজাম্মেলকে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সুনই গ্রামে তার খালার বাড়ি থেকে আটক করে পুলিশ। পাইকুরাটি ইউপি সদস্য মোজাম্মেল হক ইকবাল বলেন, মোজাম্মেল মানসিক বিকারগ্রস্ত থাকায় পুলিশের চাকরি থেকে বরখাস্ত হয়েছিল। ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, এ ঘটনায় নিহতের ছোট ভাই বাবুল শুক্রবার বিকালে মোজাম্মেলের বিরুদ্ধে থানায় মামলা করেছে। কি কারণে এ ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
Discussion about this post