শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুর উপজেলায় অজ্ঞাত গাড়ির চাপায় জাহিদ হাসান (১৯) নামের এক মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই নিহত হয়েছে। নিহত যুবক শাজাহানপুর উপজেলার রহিমাবাদ এলাকার বাবলু মিয়ার ছেলে। মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে পৌর শহরের কলেজরোড এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, শাজাহানপুর উপজেলার রহিমাবাদ বাড়ি থেকে জাহিদ হাসান মোটরসাইকেল নিয়ে শেরপুর শহরে ব্যক্তিগত কাজের উদ্দেশ্যে আসছিলেন। এ সময় কলেজরোড এলাকায় পৌঁছালে বগুড়াগামী একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে গেলে পেছন থেকে আরেকটি গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জয়নাল আবেদীন জানান, আইনি পদক্ষেপ শেষে লাশটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। তবে গাড়ি পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।
Discussion about this post