ফেনী জেলা প্রতিনিধি: ফেনীতে সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে দেলোয়ার হোসেন (২৩) নামে এক মাদরাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। শহরের শান্তি কোম্পানী সড়কে অবস্থিত একটি মাদরাসা থেকে ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে ওইদিন রাতেই ফেনী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এর কিছুক্ষণ পরই অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার ফেনীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২২ ধারায় শিশুটির জবানবন্দি রেকর্ড করা হয়। গ্রেপ্তার দেলোয়ার ওই মাদরাসার শিক্ষক ও জেলার পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের রাঙ্গামাটিয়া গ্রামের আবদুল মান্নানের ছেলে। বুধবার দুপুরে মাদরাসায় ক্লাস ছুটির পর অন্যান্য শিশু শিক্ষার্থীরা চলে গেলে ওই মাদরাসা শিক্ষক শিশুছাত্রীকে একা পেয়ে নানাভাবে যৌন নিপীড়ন করে। পরে শিশুটি কান্না করতে করতে বাসায় গিয়ে বাবা-মাকে বিষয়টি বিস্তারিত জানায়। ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন জানান, আদালতে শিশুটির জবানবন্দি রেকর্ড করা হয়েছে।
Discussion about this post