স্টাফ রিপোর্টার(রংপুর): ই-কমার্সে ক্ষতিগ্রস্থ গ্রাহকদের দায়ভার সরকার নেবে না জানিয়েছে বাণিজ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি। তিনি বলেছেন, দেশে অন্তত ২০ হাজার ই-কমার্স প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে ১০/১২টি প্রতিষ্ঠান প্রতারণা করেছে। গ্রাহকরা অস্বাভাবিক কম মূল্যে পণ্য কিনতে গিয়ে ক্ষতিগ্রস্থ হয়েছে। সরকার কি তাদেরকে পণ্য কিনতে বলেছে? তারা কমে পণ্য কিনতে গিয়ে তো সরকারকে জানায়নি। তাদের (গ্রাহকদের) ক্ষতির দায় সরকার নেবে কেন? তবে যেসব ই-কমার্স প্রতিষ্ঠানের অনিয়ম দুর্নীতি রয়েছে, তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। আইনী প্রক্রিয়ায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কাজ করছে সরকার। শুক্রবার (৮ অক্টোবর) বিকেলে রংপুর নগরীতে ডায়মন্ড ওয়ার্ল্ড নামে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। সরকার চায় ই-কমার্স ব্যবসা ভালো করুক। এখন পর্যন্ত ১০-১২ টা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে। তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান টিপু মুনশি। পেঁয়াজের মূল্য বৃদ্ধি প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, ভারতে বৃষ্টির কারণে সেখানে পেঁয়াজের দাম বেড়েছে। সেই দেশে দাম বাড়ায় আমাদের দেশেও পেঁয়াজের দাম বেড়েছে। ভারতে দাম কমলে এখানেও কমে আসবে। শুধু পেঁয়াজ নয়, বিশ্ববাজারে অনেক পণ্যের দাম বেড়েছে। কাজেই, চিনি, তেলসহ আমদানী নির্ভর সকল পণ্যের দাম দেশের বাজারেও বেড়েছে। তবে, কেউ যাতে কৃত্রিম সংকট তৈরী করে দাম বাড়াতে না পারে সে ব্যাপারে বাজার মনিটরিং করা হচ্ছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, এফবিসিসিআই এর ভাইস প্রেসিডেন্ট মোস্তফা আজাদ চৌধুরী বাবু, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ, রংপুর চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট মোস্তফা সোহরাব চৌধুরী টিটু, মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিয়ার রহমান সফি, সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, জেলা আওয়ামীলীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ প্রমুখ।
Discussion about this post