বিনোদন ডেস্ক: বিতর্ক আর নুসরাত জাহান, এই শব্দ এখন কার্যত সমার্থক। নিখিল জৈনের সঙ্গে সম্পর্ক ভাঙা, যশ দাশগুপ্তর সঙ্গে লিভ ইন, তার মধ্যেই নায়িকার অন্তঃসত্ত্বা হয়ে পড়া এবং ছেলে ঈশানের জন্ম দেওয়া, গত কয়েক মাসে এমন নানা বিষয় নিয়ে সংবাদ শিরোনামে থেকেছেন তারকা সাংসদ। বিতর্ক, সমস্যা পিছু ছাড়েনি তার। তবে সব বিতর্ক আর সমস্যা হাসিমুখে মোকাবিলা করেছেন নায়িকা। নিখিলের সঙ্গে বিয়ে ভাঙার পর নুসরাতের মা হওয়ার খবর প্রকাশ্যে আসায় ছি ছি রব উঠেছিল সোশ্যাল মিডিয়ায়। ‘সিঙ্গেল মাদার’ নুসরাতের পাশেও দাঁড়িয়েছিলেন অনেকে। ঈশানের জন্মের পর সরকারি নথিতে ছেলের বাবা হিসাবে যশ দাশগুপ্তর নাম উল্লেখ করেছেন নুসরাত। এর ফলে নতুন করে সমালোচনার ঝড় ওঠে নুসরাতকে ঘিরে। এবার নুসরাতের মা হওয়া প্রসঙ্গে মুখ খুললেন ইন্ডাস্ট্রির আরেক জনপ্রিয় নায়িকা এবং তার সহকর্মী কোয়েল মল্লিক। যিনি নিজেও দেড় বছরের সন্তানের মা। নুসরাতের মা হওয়া বিতর্ক নিয়ে কোয়েলের সাফ কথা, এই নিয়ে বাইরে থেকে মন্তব্য করা অনুচিত। কোয়েল সম্প্রতি একটি সাক্ষাত্কারে জানান, ‘নুসরাত নিজের জীবনে যেটা ঠিক বলে মনে করেছে, সেটাই করেছে। তার ফলাফলের মুখোমুখি ওকেই হতে হবে, অন্য কাউকে নয়। তাই বাইরে থেকে মন্তব্য করাটা এ ক্ষেত্রে একেবারেই অনুচিত।’ তিনি আরও বলেন, ‘নুসরাতকে পরামর্শ দেওয়ার অধিকার তাদেরই রয়েছে, যারা জীবনের প্রতিটা মুহূর্তে ওর পাশে থাকেন, যারা ওর সত্যিকারের শুভাকাঙ্ক্ষী। কোনো দায়িত্ব ছাড়াই বাইরে থেকে উপদেশ দিয়ে চলে যাওয়া খুব সহজ’। কোয়েলের কথায়, ‘কারো মূল্যবোধ বা আদর্শের সঙ্গে সহমত না হওয়ার অর্থ এটা একেবারেই নয় যে তাকে বিচার করতে যাবেন আপনি, সেই অধিকার কারো নেই। অভিনেত্রী বলেন, ‘নুসরাত যখন মা হয়েছিল, ওকে শুভেচ্ছা জানিয়েছিলাম। মনে হয়েছিল, একজন মা যখন সন্তানের জন্ম দেন, তাকে ঘিরে একটা পজিটিভিটি থাকা দরকার।
Discussion about this post