ঈশ্বরদী প্রতিনিধি: ঈশ্বরদী-সাঁড়াঘাট রোডের পিয়ারপুরস্থ বিএনপির নেতা আস্তুলের ধানখোলার পুকুর থেকে ভাসমান অবস্থায় সুমন(৩৫) নামক এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার (১১ জানুয়ারি ২০২৩) বেলা বারোটায় সুমনের লাশ ভাসতে দেখে এলাকাবাসী থানা পুলিশে সংবাদ দেয়। সুমনের পারিবারিক সূত্র ও থানা পুলিশ জানায়, গত ছয়দিন আগে সুমন বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর থেকে সে নিখোঁজ থাকে। অনেক খোজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে পরিবারের লোকজন অনেকটা হতাশার মধ্যে দিন কাটাতে থাকে। এদিকে সুমনের মরদেহ পুকুরের পানি থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করায় এলাকাবাসীদের মধ্যে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। কেউ বলছেন, সুঠাম দেহের সুমনকে পরিকল্পিতভাবে কেউ হত্যা করেছে। আবার কেউ বলছেন, সুমন যাদের সাথে চলাচল করত তাদেরকে এবং তার পরিবারের সদস্যদের সঠিকভাবে জিজ্ঞাসাবাদ করলেই সুমন হত্যার রহস্য উদঘাটন হবে।
Discussion about this post