বিনোদন ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অব্যস্থাপনা নিয়ে সমালোচনা করেছিলেন ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান। দায়িত্ব পেলে মাত্র দুমাসে সব সমস্যার সমাধান করতে পারবেন বলেও জানান সাকিব। সে সব সমালোচনার জবাব দিয়ে সাকিবকে আগামী আসরে প্রধান নির্বাহী (সিইও) হওয়ার আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকরা। শুক্রবার (৬ জানুয়ারি) বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল জানান, সাকিব চাইলে পরের আসরেই তাকে সিইও’র দায়িত্ব দেয়া হবে। তিনি বলেন, প্রথমেই সাকিবকে স্বাগত জানাই, ওকে ধন্যবাদ। ওর দৃষ্টি থেকে ও বলেছে এবং আগ্রহ প্রকাশ করেছে। আমরা গর্ভনিং কাউন্সিলের পক্ষ থেকে তাকে আসার জন্য স্বাগত জানাই। ও যদি চায় সামনের বছর থেকেই সিইওর এর দায়িত্ব পালন করুক।
Discussion about this post