ঢাকা: দেশে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে ঢাকাসহ দেশের বেশকিছু অঞ্চলে এ কম্পন অনুভূত হয়। শেষ পর্যন্ত পাওয়া তথ্য মতে, ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বাগেরহাটে ভূকম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের মানদালয় থেকে ১৩৫ কিলোমিটার পশ্চিমে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৬। ভূপৃষ্ঠ থেকে ১১৪ কিলোমিটার গভীরে এ কম্পনের সৃষ্টি হয়। তাৎক্ষণিকভাবে দেশের কোথাও এ ভূমিকম্পের প্রভাবে কোন ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
Discussion about this post