লালপুর(নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে ট্রেনে কাটা পড়ে তিন জনের মৃত্যু হয়েছে। আজ শনিবার ৩১ ডিসেম্বর দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলা আজিমনগর রেলওয়ে স্টেশনের অদূরে গোপালপুর রেলগেট এলাকার নারায়ণপুর নামক স্থানে এই ঘটনা ঘটে বলে জানা গেছে। জানা যায়, রেলওয়ে গেটের কাছে নারায়ণপুর নামক স্থানে রেলের এক লাইন দিয়ে রাজশাহী থেকে একটি মালগাড়ি যাচ্ছিল। এসময় ওই তিনজন অপর লাইনে দাড়িয়ে থাকা অবস্থায় ওই লাইনে ঈশ্বরদী থেকে রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস দ্রুত পার হওয়ার সময় তারা ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই এক নারী সহ দুজন মারা যায়। তারা হলেন,লালপুর উপজেলার কেশবপুর গ্রামের মৃত জসিমের ছেলে মুনতাজ মাষ্টার, একই উপজেলার নারায়নপুর গ্রামের মৃত বাচ্চু শেখের ছেলে জমির উদ্দিন ও একই গ্রামের মুনজুর রহমানের স্ত্রী সাথী বেগম। এ ব্যাপারে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ারুজ্জামান জানান, মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে এ ব্যাপারে ঈধ্বরদী রেলওয়ে থানাকে জানানো হয়েছে তারা ব্যবস্থা নেবেন।
Discussion about this post