ঢাকা: রাজধানীর মৌচাক এলাকায় জামায়াতে সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত দুই কর্মীকে আটক করে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতরা হলেন- আল আমিন (২৫) ও আব্দুর সোবহান (৬২)। শুক্রবার (৩০ ডিসেম্বর) বেলা সোয়া দুইটার দিকে এই ঘটনায় আহত হন তারা। তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া রমনা থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম শফিক জানান, মৌচাক-মালিবাগ এলাকায় মিছিল করার সময় তারা আহত হন। তাদেরকে আটক করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত আল আমিন তেজগাঁও এলাকার ইউনিট (২৫ মেট্রো) জামায়াতের সম্পাদক। বাসা নাবিস্কো এলাকায়। আর আব্দুর সোবহান জামায়াত কর্মী বলে জানা গেছে। আল আমিনের মাথায় আঘাত রয়েছে। আর অপরজনের হাতে আঘাত।
Discussion about this post