আন্তর্জাতিক ডেস্ক: শুক্রবার ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি কুর্দি সাংস্কৃতিক কেন্দ্রের কাছে বন্দুক হামলায় দুই জন নিহত এবং চারজন আহত হয়েছে। প্রসিকিউটর অফিসের বরাত দিয়ে হামলার তথ্য নিশ্চিত করেছে। রাজধানীর ১০তম অ্যারোন্ডিসমেন্টে ছোট দোকান এবং ক্যাফেসহ সারিবদ্ধ একটি রাস্তায় একাধিক গুলি চালানো হয়েছিল। গুলির কারণে আশেপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ডেপুটি মেয়র ইমানুয়েল গ্রেগোয়ার টুইটারে বলেছেন, ‘একটি বন্দুক হামলা হয়েছে। নিরাপত্তা বাহিনীকে তাদের দ্রুত পদক্ষেপের জন্য ধন্যবাদ। ভুক্তভোগী এবং যারা এই ঘটনার প্রত্যক্ষদর্শী তাদের নিয়ে আমরা ভাবছি।’ প্যারিসের প্রসিকিউটর অফিস জানিয়েছে, খুন, নরহত্যা এবং ভয়াবহ সহিংসতার তদন্ত শুরু হয়েছে। ঘটনায় ৬৯ বছর বয়সী এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে আটক করা হয়েছে বলে প্রসিকিউটরের অফিস জানিয়েছে। তবে অভিযুক্তের উদ্দেশ্য কি ছিল এ ব্যাপারে কোনো কিছুই জানায়নি পুলিশ। একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, সাত থেকে আটটি গুলি করা হয়েছে। দ্বিতীয় আরেক প্রত্যক্ষদর্শী বলেছেন, সন্দেহভাজন বন্দুকধারী একজন সাদা চামড়ার মানষি, তিনি শুধু নীরবে গুলি চালিয়ে গেছেন।
Discussion about this post