বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে নবম শ্রেণির এক মাদ্রাসা ছাত্রীকে (১৫) ধর্ষণ এবং তার মাকে মেরে হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। ভিকটিমের মা বাদী হয়ে দেয়াপাড়া গ্রামের হাবিল শেখকে (৩৫) আসামি করে গতকাল শনিবার রাতে মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সঞ্জিব কুমার পাল জানান, উপজেলার শুভদিয়া ইউনিয়নের দেয়াপাড়া গ্রামে গত ১৩ ডিসেম্বর রাত ২টার দিকে অভিযুক্ত হাবিল শেখ ওই কিশোরী ঘুমিয়ে থাকা অবস্থায় ঘরের বেড়া ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় ওই কিশোরীর ঘুম ভেঙ্গে যায়। পরে ভয়ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করে। একপর্যায়ে মেয়েটির চিৎকারে তার পরিবারের লোকজন ছুটে আসেন। তখন ওই কিশোরীর মাকে লোহার রড দিয়ে হাতে আঘাত করে সে পালিয়ে যায়। এতে কিশোরীর মা হাত ভেঙে গুরুত্বর আহত হন। তিনি জানান, স্থানীয় এলাকাবাসী মেয়ে ও মাকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করেন। পরে তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ভিকিটিমের সেখানে ডাক্তারি পরীক্ষা করা হয়। ফকিরহাট মডেল থানা ওসি মু. আলীমুজ্জামান ধর্ষণের অভিযোগে মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিকে গ্রেপ্তারে জোর চেষ্টা চলছে। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে।
Discussion about this post