আন্তর্জাতিক ডেস্ক: বিয়ের আগে যৌন সম্পর্কে জড়ালেই সর্বোচ্চ এক বছরের সাজার বিধান রেখে একটি আইন পাস করেছে ইন্দোনেশিয়া। আইনটি কার্যকর হলে দক্ষিণ-পূর্ব এশিয়ার মুসলিম প্রধান দেশটিতে বিয়ে ছাড়া যৌন সম্পর্ক নিষিদ্ধ হবে। মঙ্গলবার দেশটির পার্লামেন্টে এই আইনটি পাস হয়। এছাড়া প্রেসিডেন্টকে অপমান ও রাষ্ট্রীয় মতাদর্শের বিপরীত মত প্রকাশ, ব্ল্যাক ম্যাজিক নিষিদ্ধ, বিনা অনুমতিতে বিক্ষোভ করলেও শাস্তির মুখে পড়তে হবে। এই আইনটি পাসের সঙ্গে সম্পৃক্ত ইন্দোনেশিয়ার আইনপ্রণেতা বামবাং উরিয়ান্তোকে উদ্ধৃত করে বার্তা সংস্থা রয়টার্স বলেছে, পাস হওয়া আইনটির বলে ইন্দোনেশিয়ার নাগরিকদের পাশাপাশি দেশটিতে কোনো বিদেশি বিবাহবহির্ভূত যৌন সম্পর্ক করলে তাদেরকেও কারাদণ্ড দেওয়া হবে। আইনে বিধান রাখা হয়েছে, স্বামী-স্ত্রী অন্য কারও সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়ালে ভুক্তভোগী পুলিশের কাছে অভিযোগ দিতে পারবেন। আর অবৈধ যৌন সম্পর্কে জড়ালে সন্তানের বিরুদ্ধে অভিযোগ দিতে পারবেন মা-বাবা।
Discussion about this post