বাউফল(পটুয়াখালী) প্রতিনিধি: বিয়ের দাবিতে গত তিনদিন ধরে প্রেমিকের বাড়িতে অবস্থান করছেন সুরাইয়া আক্তার সুরভি (২২) নামের এক তরুণী। গেল বুধবার (২৩ নভেম্বর) ঢাকা থেকে তিনি প্রেমিক নোমান মৃধার (২৮) পটুয়াখালীর বাউফলের ধানদি গ্রামের বাড়িতে আসেন। প্রেমিকার বাড়িতে আসার দিন থেকেই গা ঢাকা দিয়ে আছেন তার প্রেমিক নোমান মৃধা। তরুণী সুরভির অভিযোগ করেন, তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে প্রেমিকের মা ও বোন মারধর করেছেন । তাকে বিয়ে না করলে আত্মহত্যা করবেন বলে ওই তরুণী হুমকি দিয়েছেন। ওই তরুণীর বাড়ি বাউফলের নুরাইনপুর গ্রামে। তিনি একটি গার্মেন্টসে চাকরি করেন। এক বছর আগে তাদের ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়।
Discussion about this post