নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়নে অভিযান চালিয়ে জাহিদুল ইসলাম ফারাবি (২১) নামে এক যুবককে আটক করেছে র্যাব। এসময় তার কাছ থেকে একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়। শনিবার সকালে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে বেগমগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে নেয় পুলিশ। আটককৃত জাহিদুল ইসলাম ফারাবি উত্তর জিরতলী গ্রামের হাওলাদার বাড়ির জামাল হোসেনের ছেলে। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে র্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের একটি দল বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়নে অভিযান চালায়। অভিযানকালে উত্তর জিরতলী হাওলাদার বাড়িতে ফারাবির বসত ঘর থেকে জাহিদুল ইসলাম ফারাবিকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ওই ঘর থেকে একটি এক নলা বন্দুক উদ্ধার করা হয়। র্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার মাহামুদুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত ফারাবি একজন চিহিৃত সন্ত্রাসী। এলাকায় বিভিন্ন অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত সে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। থানা থেকে শনিবার দুপুরে তাকে বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
Discussion about this post