বিনোদন ডেস্ক: অভিনেত্রী তমা মির্জা চলচ্চিত্রের পাশাপাশি ওটিটি প্লাটফর্মের জনপ্রিয় এক মুখ। একের পর এক ওয়েব সিরিজি ও ওয়েব ফিল্মে অভিনয় করে পেয়েছেন প্রশংসা। এবার নতুন আরেকটি ওয়েব ফিল্ম ‘ক্যাফে ডিজায়ার’ এ ফিরছেন এই অভিনেত্রী। ওয়েব ফিল্মটির নিমার্তা রবিউল আলম রবি। একটি দেশি প্লাটফর্মে খুব দ্রুত এটি মুক্তি পেতে যাচ্ছে। ‘ক্যাফে ডিজায়ার’ অন্যান্য যারা অভিনয় করেছেন তারা হলেন- আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সোহেল মন্ডল, খাইরুল বাশার, শ্যামল মাওলা, সানজিদা প্রীতি, সারিকা সাবরিন, আইশা খান, ফারহানা হামিদ, প্রিয়ন্তী উর্বী, প্রিয়াম অর্চি, বায়েজিদ হক জোয়ারদারসহ আরও অনেকে। ওয়েব ফিল্মটির প্রসঙ্গে তমা মির্জা বলেন, ‘সিনেমাটিতে চমৎকার একটি গল্প রয়েছে। এতে কাজ করে তৃপ্তি পেয়েছি। অনেক গুণী শিল্পীদের সঙ্গে কাজ করেছি। ভালো অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে। এখানে আমার চরিত্রটিও দারুণ। আশা করছি দর্শক উপভোগ করবেন।’ পরিচালক বলেন, ‘যারা চলচ্চিত্র নির্মাণ করেন, আর যারা সেটা দেখেন, দুপক্ষ ভিন্ন জগতের বাসিন্দা। চলচ্চিত্রটা তাদের মধ্যে এক যোগাযোগের মাধ্যম। ফলে প্রতিবার কিছু বানাবার পর আমি উদ্বেগে থাকি দর্শকেরা এটা কীভাবে নেবেন।’
Discussion about this post