ঢাকা: রাজধানী ঢাকায় আগামী ১০ ডিসেম্বর সমাবেশের অনুমতির জন্য ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। কিন্তু গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্যের ঝুঁকি বিশ্লেষণ করে এবং কবে নাগাদ অনুমতি দেওয়া যাবে তা জানাননি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার মো. ফারুক হোসেন। বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক শেষে মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এসব তথ্য জানান মো. ফারুক হোসেন। তিনি বলেন, সমাবেশ করার অনুমতির জন্য আমরা লিখিত দরখাস্ত পেয়েছি। গোয়েন্দা সংস্থার তথ্য বিশ্লেষণ করে দেখবো কোনো ধরনের ঝুঁকি রয়েছে কি না। পরে সেটি বিবেচনা করে দেখবো অনুমতি দেওয়া যায় কি না। এদিন সকালে সমাবেশ করার অনুমতির জন্য ডিএমপি কার্যালয়ে আসেন বিএনপি নেতারা। তাদের মধ্যে ছিলেন- ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আব্দুস সালাম, দক্ষিণের আহ্বায়ক আমান উল্লাহ আমান, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, প্রচার সম্পাদক ও বিএনপি মিডিয়া সেল সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, বিএনপি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ সদস্যসচিব আমিনুল হক ও রফিকুল আলম মজনু।
Discussion about this post