আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ ছয় বছর পর পাকিস্তানে এলেন ইমরান খানের দুই ছেলে। দলীয় পদযাত্রায় গুলিবিদ্ধ বাবাকে দেখতে যুক্তরাজ্য থেকে এসেছেন দুই ছেলে সুলাইমান খান ও কাসিম খান। বৃহস্পতিবার তারা লাহোর আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। বিমানবন্দরে তাদেরকে স্বাগত জানান পাঞ্জাব প্রাদেশিক সরকারের মন্ত্রী মিঞা আসলাম ইকবাল। বিমানবন্দর থেকে পিটিআই চেয়ারম্যান ইমরান খানের লাহোরের বাসভবনে যান দুই ছেলে। আগাম নির্বাচন ও গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে গত ২৮ অক্টোবর লাহোরের লিবার্টি চক থেকে শুরু হওয়া লংমার্চ শেষের আগের দিন ৩ নভেম্বর পাঞ্জাবের ওয়াজিরাবাদ শহরের আল্লাহওয়ালা চকে সমাবেশ চলার সময় গুলিবিদ্ধ হন ইমরান খান। এসময় পিটিআইয়ের প্রথম সারির আরও কয়েক জন নেতা গুরিবিদ্ধ হন। সুলাইমান ও কাসিম ইমরান-জেমিমা দম্পতির সন্তান। ইমরান খানের প্রথম স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ ১৯৯৫ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার ৯ বছর পর ২০০৪ সালে তাদের বিচ্ছেদ ঘটে। বিচ্ছেদের পর জেমিমা পাকিস্তান থেকে নিজের দেশ ইংল্যান্ডে ফিরে গিয়ে যান। দুই সন্তান মায়ের সঙ্গেই থাকেন। ইমরান খান যেদিন গুলিবিদ্ধ হন, সেদিনই এক টুইটবার্তায় উদ্বেগ প্রকাশ করেন জেমিমা। ইমরান খানের জীবন আশঙ্কামুক্ত হওয়ায় স্বস্তিও প্রকাশ করেন তিনি।
Discussion about this post