মুন্সিগঞ্জ প্রতিনিধি: মুন্সিগঞ্জ সদরে মেয়েকে ধর্ষণের অভিযোগে স্বপন নামে এক ব্যাক্তিকে আটক করেছে পুলিশ। ভুক্তভোগী কিশোরীর অভিযোগের প্রেক্ষিতে সোমবার রাতে পৌরসভার হাটলক্ষীগঞ্জ এলাকা থেকে অভিযুক্তকে আটক করে পুলিশ। এ ঘটনায় রাতেই সদর থানায় একটি মামলা দায়ের হয়। ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৬ মাস আগে ভোক্তভোগী কিশোরীর মা-বাবার সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। একপর্যায় দুমেয়ে ও এক ছেলেকে রেখে মা বিদেশে চলে যান। মা চলে যাওয়ার পর ওই কিশোরী তার দাদীর বাসায় থাকতে শুরু করে। সম্প্রতি কিছুদিন আগে মেয়েকে নিয়ে হাটলক্ষীগঞ্জ এলাকায় একটি ভাড়া বাসায় চলে যান বাবা। মায়ের অনুপস্থিতে সেই ভাড়া বাসায় জোরপূর্বক মেয়েক ধর্ষণ করেন বাবা স্বপন। বাবার অত্যাচারে টিকতে না পেরে বাড়ির মালিককে জানালে বাবা ও মেয়েকে বাড়ি থেকে বের করে দেন। কিশোরী ঘটনাটি তার নানীকে জানালে নানী ঘটনা শুনার পর তিরস্কার করে কখনো নানীর বাসায় যেতে নিষেধ করেন। পরে ওই কিশোরী তার বাবার বন্ধুর মেয়ের কাছে জানালে স্থানীয়ভাবে বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের সহায়তায় ওই কিশোরী থানায় গিয়ে বাবার বিরুদ্ধে অভিযোগ করে। মুন্সিগঞ্জ সদর থানার ওসি মো. তারিকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কিশোরীর অভিযোগের প্রেক্ষিতে তার বাবাকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।
Discussion about this post