কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের কুলিয়ারচরে বাসের ধাক্কায় নারীসহ সিএনজি অটোরিকশার দুই নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন চারজন। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের ছয়সূতি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের কারও নাম-পরিচয় জানা যায়নি। কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা নিহতের তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী সৌখিন এক্সপ্রেসের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে অটোরিকশার এক নারী যাত্রীসহ দুজন নিহত হন। এসময় আহত হয়েছেন আরও চারজন। ভৈরব হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) নূর হোসেন বলেন, ‘হতাহতদের উদ্ধার করে ভৈরব ও বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।’
Discussion about this post