স্পোর্টস রিপোর্ট: চার বছর আগে হুট করেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন বিশ্বকাপ জয়ী স্প্যানিশ ডিফেন্ডার জেরার্ড পিকে। এবার হঠাৎ নিলেন আরেক বড় সিদ্ধান্ত। ক্লাব ফুটবল থেকেও অবসরের ঘোষণা দিয়ে দিলেন তিনি। আগামী শনিবার শেষবারের মতো মাঠে নামবেন পিকে। স্প্যানিশ জায়ান্ট ক্লাব বার্সেলোনার জার্সিগায়েই ক্যারিয়ার শেষ করবেন বলে জানিয়ে দিয়েছিলেন পিকে। তাই আর ক্লাব পাল্টাননি তিনি। ফুটবলপ্রেমী হয়তো ভেবেছিলেন আরও কিছুদিন খেলে যাবেন ৩৫ বছর বয়সী এই তারকা ফুটবলার। কিন্তু না, নিজের বুটজোড়া তুলে রাখছেন পিকে। গত বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তার মাধ্যমে নিজের অবসরের কথা নিশ্চিত করেন পিকে। নিজের অবসর নিয়ে পিকে বলেন, ‘আমি সব সময় বলেছি, বার্র্সার পর (আমার ক্যারিয়ারে) আর কোনো দল থাকবে না এবং সেটাই হবে। ফুটবল আমাকে সবকিছু দিয়েছে। বার্সা আমাকে সবকিছু দিয়েছে। ভক্তদের কাছেও সব পেয়েছি। এখন সেই শিশুটির (পিকে নিজে) সব স্বপ্ন পূরণ হয়েছে, আমি আপনাদের বলতে চাই, এই যাত্রা এখনই শেষ করার সিদ্ধান্ত নিয়েছি।’ কাতালান দলটির হয়ে প্রায় দেড় দশকে তিনি খেলেছেন ৬১৫ ম্যাচ। গোল করেছেন ৫২টি। তিনটি চ্যাম্পিয়ন্স লিগ, আটটি লা লিগা, সাতটি কোপা দেল রে-সহ জিতেছেন মোট ৩০টি শিরোপা।
Discussion about this post