মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের হরিরামপুর ও শিবালয় উপজেলার পৃথক অভিযানে হেরোইন ও ইয়াবাসহ চার মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার সকালে আটকের বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন। আটককৃতরা হলেন- হরিরামপুর উপজেলার শালখাই গ্রামের আরফান খাঁনের ছেলে সৌরভ খাঁন (২১), কৌড়ি গ্রামের চাঁন মিয়ার ছেলে নাঈম (২৩), শিবালয় উপজেলার মহাদেবপুর গ্রামের সিরাজ মিয়ার ছেলে মো. মনোয়ার হোসেন (৩৪) ও একই গ্রামের মজনু বেপারীর ছেলে মো. নুরুল হক (৩০)। ওসি মোশাররফ হোসেন বলেন, বৃহস্পতিবার এসআই মো. বিল্লাল হোসেন ভূঞা ও এসআই মো. নাজমুল আলম হরিরামপুর ও শিবালয় উপজেলার পৃথক অভিযান চালিয়ে চারজন মাদক কারবারিকে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে ২৫ গ্রাম হেরোইন ও ৫ শত পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার বাজার আনুমানিক বাজার মূল্য ৪ লাখ টাকা। আটককৃতদের বিরুদ্ধে আদালতে একাধিক মাদক মামলা বিচারাধীন। এই ঘটনায় হরিরামপুর ও শিবালয় থানায় পৃথক দুইটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
Discussion about this post