স্টাফ রিপোর্টার: গত বছরের ২৮ ফেব্রুয়ারি ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে ছাত্রদল নেতা মো. সজীব রায়হান পুলিশের উপর লম্বা বাঁশ নিয়ে হামালা চালায়। তিনি ঘটনার পর থেকে দীর্ঘদিন পলাতক ছিলেন। বৃহস্পতিবার রাত আটটারদিকে গোপন সংবাদের ভিত্তিতে সাভার পৌর এলাকার কোটবাড়ি মহল্লায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা বলেন, সজীব আদালতের ওয়ারেন্ট ভুক্ত আসামি। তিনি পৌরসভার কোটবাড়ি এলাকার মৃত সদর আলী বেপারীর ছেলে। ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সদস্য সচিব।
Discussion about this post