স্পোর্টস রিপোর্ট: আর কিছুদিন পরেই কাতার বিশ্বকাপ। ২০২২ বিশ্বকাপকে ঘিরে সকল প্রস্তুতিই প্রায় সম্পন্ন। তাই মাঠের বাইরের সব বিতর্ককে ভুলে শুধু ফুটবলে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদান। হ্যাঁ, মধ্যপ্রাচ্যে অভিবাসী শ্রমিকদের অধিকারসহ নানা বিষয়ে বিশ্বকাপ শুরুর আগেই মাঠের বাইরের বেশ কিছু বিতর্কে বিশ্বজুড়ে সমালোচনার জবাবে ঠিক এই আহ্বানই জানিয়েছেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফুটবলার জিনেদিন জিদান। এ প্রসঙ্গে রিয়াল মাদ্রিদের সাবেক কোচ জিদান বলেন, ‘এই মুহূর্তে মাঠের বাইরের বিষয় নিয়ে অনেক কথাই উঠবে। কিন্তু এসব ভাবার সময় এখন নয়। বিতর্ক ভুলে এখন শুধু ফুটবলে মনোযোগ দেওয়ার সময়।’ দীর্ঘ এক দশক আগে বিশ্বকাপ আয়োজনের স্বত্ব পায় কাতার। সেই থেকেই বিতর্কের সূচনা। যা, এখনো চলমান। অথচ সব বিতর্ককে পেছনে ফেলেই ইতিহাসের অন্যতম সেরা এক আসর আয়োজন উপহার দেওয়ার জন্য কাতার এখন পুরোপুরি প্রস্তুত। ২০ নভেম্বর থেকে পর্দা উঠতে যাওয়া এই বিশ্বকাপের আগে সকল সমর্থকের উদ্দেশ্যেই জিদান বলেন, ‘আশা করছি সবাই দারুণ একটি টুর্নামেন্ট উপভোগ করবে। তবে আমি কাতার যাব কিনা সে ব্যাপারে এখনো নিশ্চিত নই।’ বিশ্বকাপে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স। ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপের শিরোপা জিতেছিল তারা। এর আগে ১৯৯৮ সালে ঘরের মাঠে প্রথমবার বিশ্বকাপের শিরোপায় চুমো একেছিল ফ্রান্স। সেই সময়ে জিনেদিন জিদানের নেতৃত্বেই ফ্রান্স বিশ্বকাপ ফুটবলের শিরোপা জয় করেছিল। ২০১০ সালে কাতারকে যখন বিশ্বকাপ আয়োজনের স্বত্ব দেওয়া হয় তখন জিদান ফিফার এই সিদ্ধান্তে দারুণ খুশি হয়েছিলেন। বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে কাতার বিশ্বকাপেও ফেভারিটের ট্যাগ গায়ে মাখানো ফরাসিদের। কিন্তু বিশ্বকাপের ঠিক আগে দিদিয়ের দেশমকে ভাবিয়ে তুলছে দলের কয়েকজন তারকা খেলোয়াড়ের চোট।
Discussion about this post