ঢাকা: করোনা এবং দুর্গাপূজা উপলক্ষে নিত্য-প্রয়োজনীয় পণ্য সামগ্রীর মূল্য স্থিতিশীল রাখতে আগামীকাল বুধবার থেকে সারাদেশে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। মঙ্গলবার টিসিবির উর্ধ্বতন কার্যনির্বাহী হুমায়ুন কবির এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানান। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাকালীন এবং দুর্গাপূজা উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রীর মূল্য স্থিতিশীল রাখতে ও স্বল্পআয়ের মানুষকে সহায়তার জন্য বুধবার থেকে দেশব্যাপী মহানগর, জেলা ও উপজেলায় ৪০০-৪৫০টি ভ্রাম্যমাণ ট্রাকে পণ্যসামগ্রী বিক্রি করবে টিসিবি। ২৮ অক্টোবর পর্যন্ত এই কার্যক্রম চলবে। প্রতিটি ভ্রাম্যমাণ ট্রাকে চিনির পাশাপাশি মসুর ডাল, সয়াবিন তেল ও পেঁয়াজ বিক্রি করবে টিসিবি। প্রতি কেজি চিনি পাওয়া যাবে ৫৫ টাকায়, যা একজন ক্রেতা সর্বোচ্চ চার কেজি কিনতে পারবেন। এছাড়া প্রতি কেজি মসুর ডাল পাওয়া যাবে ৫৫ টাকায়, যা একজন ক্রেতা সর্বোচ্চ দুই কেজি কিনতে পারবেন। পেঁয়াজ পাওয়া যাবে ৩০ টাকা দরে, যা একজন ক্রেতা সর্বোচ্চ চার কেজি কিনতে পারবেন। এছাড়া সয়াবিন তেল ১০০ টাকা লিটারে একজন ক্রেতা সর্বোচ্চ দুই লিটার নিতে পারবেন বলে জানানো হয়েছে। দেশব্যাপী ৪০০ থেকে ৪৫০ জন ডিলারের ভ্রাম্যমাণ ট্রাকে এসব পণ্য বিক্রি করা হবে।
Discussion about this post