স্পোর্টস রিপোর্ট: টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ নেদারল্যান্ডসকে ১০ রানে হারিয়েছে বাংলাদেশ। সাকিবদের দেয়া ১৪৫ রানের টার্গেটে খেলতে নেমে ১৩৫ রানেই সবকটি উইকেট হারিয়ে ফেলে নেদারল্যান্ডস। তাসকিন ৪ ওভার বল করে ২৫ রান খরচ করে তুলে নিয়েছেন ৪টি উইকেট। হোবার্টে টস জিতে প্রথমে বাংলাদেশকে ব্যাট করার জন্য আমন্ত্রণ জানায় নেদারল্যান্ডসের অধিনায়ক। শুরুতে ব্যাট করে বাংলাদেশ করে ৮ উইকেটে ১৪৪ রান। দলের হয়ে ২৭ বলে সর্বোচ্চ ৩৮ রান করেন আফিফ হোসাইন। ১৪৫ রানের লক্ষ্যে খেলতে নেমে প্রথম ওভারেই পর পর দুই বলে ২ উইকেট হারায় নেদারল্যান্ডস। দলীয় যখন ১৫ রান তখন হারিয়ে ফেলে ৪ উইকেট। একেবারে ব্যাটারদের চেপে ধরে টাইগার বোলাররা। কিন্তু তারপর আত্মবিশ্বাস নিয়ে খেলতে থাকে নেদারল্যান্ডস। শেষ পর্যন্ত ১৩৫ রানে থমকে যায় তারা। হারিয়ে ফেলে নিজেদের ১০ উইকেট। বাংলাদেশের পক্ষে তাসকিন একাই পেয়েছেন ৪ উইকেট। এছাড়া হাসান মাহমুদ ২টি এবং সাকিব ও সৌম্য তুলে নিয়েছেন একটি করে উইকেট।
Discussion about this post