স্পোর্টস রিপোর্ট: ভারতীয় ক্রিকেট বোর্ডে শেষ হয়েছে সৌরভ গাঙ্গুলি অধ্যায়ের। এখন তিনি বিসিসিআইয়ের সাবেক সভাপতি। এই সিদ্ধান্তে মহারাজ ভক্তদের একাংশ যে অখুশি, তা ধারণা করা যায়। সেই প্রভাব এবার টলিপাড়াতেও। বন্ধ হয়ে গেল সৌরভকে নিয়ে ছবি ‘কলকাতা ৯৬’-এর কাজ। বিসিসিআই থেকে সৌরভের বিদায়ের সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল রাহুলের ছবির কাজ। সিনেমার প্রযোজক বলেন, লর্ডসের মাঠে মহারাজের সেঞ্চুরিকে কেন্দ্র করে শহর কলকাতায় তিন দিন ধরে উন্মাদনা ছিল। সেই উন্মাদনার মুহূর্তই ফ্রেমবন্দি করতে চেয়েছিলেন রাহুল। ছবির সুবিধার্থে সেই সময়ের বেশ কিছু ফুটেজও আমাদের দেবেন বলেছিলেন মহারাজ। কিন্তু এখন সেটা করতে গেলে আমাদের নিজেদের করতে হবে। যা কার্যত অসম্ভব। সৌরভ থাকলে ওই ফুটেজ পেতে আমাদের সুবিধা হত। তাই রাহুলকে আমি জানিয়েছি এই ছবিটা করব না। এ প্রসঙ্গে রাহুলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বেজে গেছে। বাঙালিকে নতুন করে বিশ্বদরবারে পৌঁছে দিয়েছিলেন মহারাজ, সেই মুহূর্তই ছিল তার গল্পের কেন্দ্রবিন্দু। এই ছবির হাত ধরে পরিচালক হিসাবে হাতেখড়ি হতে চলেছিল রাহুলের। এমনকি ছেলে সহজকেও একটি চরিত্রে আনবেন বলে ঠিক করেছিলেন রাহুল। যদিও সবটাই এখন বিশ বাঁও জলে।
Discussion about this post