স্টাফ রিপোর্টার(খুলনা): বিএনপির বিভাগীয় গণসমাবেশ সফল করতে বৃহস্পতিবার (২০ অক্টোবর) খুলনা এসেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ও বিভাগীয় গণসমাবেশ বাস্তবায়ন কমিটির প্রধান উপদেষ্টা গয়েশ্বর চন্দ্র রায়। এদিন সন্ধ্যায় তিনি মহানগর বিএনপি অফিসে সংবাদ সম্মেলন করেন। রাত সাড়ে ৮টার পর তিনি নগরীর বসুপাড়া বাঁশতলা এলাকার একটি বাসায় অবস্থান করেন। সেখানে তার রাতে খাবার গ্রহণ ও থাকার কথা। এ সময় বিভিন্ন নেতা-কর্মীরা তার অবস্থানরত বাসায় যান। এসময় প্রায় ১০/১২জন নেতা-কর্মীকে আটক করে প্রশাসন। বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মো. তারিকুল ইসলাম জহীর। আরও জানা যায়, গয়েশ্বর চন্দ্র রায় নিরাপত্তার কথা বিবেচনা করে হোটেলে না থেকে মোড়েলগঞ্জের বিএনপি সমর্থিত এমপি প্রার্থী খাইরুজ্জামান শিপনের বাসায় রাতে থাকার কথা ছিল। বসুপাড়ায় অবস্থিত শিপনের বাসার নাম কাজী মেনশন। গয়েশ্বর চন্দ্র সেখানে যাওয়ার পর নেতা-কর্মীরা তার কাছে সাক্ষাতের জন্য গেলে বাড়িটি পুলিশ ঘিরে ফেলে। এ বিষয়ে সদর থানার পুলিশ জানান, নিয়মিত আটকের ঘটনা ঘটছে। আমরা ওয়ারেন্টের আসামি আটক করেছি। তবে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার অফিসিয়াল সেল ফোনে ফোন দিলে তিনি রিসিভি করেন নি।
Discussion about this post