স্টাফ রিপোর্টার(বরিশাল): সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের এআরখান বাজারের ব্যবসায়ী ঝন্টু মিয়ার দোকানে বুধবার দিবাগত শেষরাতের দিকে কৌশলে ঢুকে চুরি করে এক চোর। দোকানের মালপত্র গোছাতে গোছাতে কখন যে ভোর হয়ে গেছে চোর তা টেরই পায়নি। পরবর্তীতে ভোরে দোকানের সামনে স্থানীয়দের আনাগোনা বাড়তে থাকায় বিপদে পরে যায় ওই চোর। দোকান থেকে বের হলেই তাকে (চোর) গণপিটুনির শিকার হতে হবে। এতে তার প্রাণহানিরও শঙ্কা রয়েছে। তাই জনতার গণপিটুনির হাত থেকে প্রাণ বাঁচাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দিয়ে সহায়তা চাইলেন ওই চোর। স্বাভাবিকভাবে নিজের পরিচয় গোপন করে সহায়তা চাওয়ায় পুলিশও ঘটনাস্থলে যায়। তবে প্রথমে লোকটিকে খুঁজে না পেলেও যখন পাওয়া গেল তখন অবাক হয়ে যায় পুলিশ সদস্যরা। পরে সেই দোকানের ভেতর থেকে সহায়তাপ্রার্থী চোরকে উদ্ধার করে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইয়াছিন খান (৪১) ঝালকাঠির নলছিটি পৌর এলাকার বাসিন্দা হলেও তিনি নগরীর কালুশাহ সড়কের একটি ভাড়া বাসায় থাকেন। বৃহস্পতিবার ভোরে চোরকে উদ্ধারের পর গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় মামলা দায়েরের পর ওইদিন দুপুরে গ্রেফতারকৃত ইয়াছিন খানকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
Discussion about this post