স্টাফ রিপোর্টার(খুলনা): খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেন বিপ্লব বলেন, ‘আগামী ২১ ও ২২ অক্টোবর খুলনা থেকে সব বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। বাস মালিক সমিতির এই সিদ্ধান্তে শ্রমিক ইউনিয়ন একাত্মতা প্রকাশ করেছে।’ খুলনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল হাসান বাপ্পীর অভিযোগ, আগামী ২২ অক্টোবর খুলনায় বিএনপির গণসমাবেশ বানচাল করতে বাস চলাচল বন্ধের এ ষড়যন্ত্র করা হয়েছে। বিভাগের ১০ জেলার নেতাকর্মীদের যেকোনওভাবে সমাবেশে আগেভাগে আসার আহ্বান জানান তিনি।
Discussion about this post