বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে জাহিদ মীর (৩৮) নামের এক ব্যক্তিকে প্রকাশ্যে গুলি করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৪ অক্টোবর) জুম্মার নামাজ শেষে ফেরার পথে উপজেলার মূলঘর ইউনিয়নের কাকডাঙ্গা এলাকার তিন রাস্তার মোড়ে পৌঁছালে তার মাথায় ও বুকে ৬টি গুলি করে সন্ত্রাসীরা পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় জাহিদকে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত জাহিদ মীর কাকডাঙ্গা এলাকায় শ্শুর শহীদ মোল্লার বাড়িতে থেকে মাছের ব্যবসা করত। তার বাড়ি খুলনার কয়রা এলাকায়। ফকিরহাট থানার ওসি মু. আলীমুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনার সঙ্গে জড়িতদের সনাক্ত করতে পুলিশ কাজ করছে। বাগেরহাট জেলা পুলিশ মিডিয়া সেলের পুলিশ পরিদর্শক এস এম আশরাফুল আলম জানান, আহত জাহিদ মীর হত্যা ও অস্ত্র মামলার আসামি ছিল। খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. রবিউল ইসলাম শামিম ঘটনা স্থল পরিদর্শন শেষে বলেন, পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে পাঁচটি গুলির খোসা ও একটি তাজা গুলি উদ্ধার করা হয়েছে। ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. সবুজ শেখ বলেন, গুলিবিদ্ধ জাহিদ মীরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার মাথা, গলা, পেট ও ডান পায়ের হাটুতে গুলির চিহ্ন দেখা গেছে।
Discussion about this post