ঢাকা: করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছে ৪০৯ জন। রবিবার (৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তির তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ১১টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৪ হাজার ১১৪টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৯ দশমিক ৯৪ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬১ শতাংশ। দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ২৯ হাজার ৭২৩ জন। এরমধ্যে মারা গেছেন ২৯ হাজার ৩৮১ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ লাখ ৬৯ হাজার ৯৯৫ জন।
Discussion about this post