ঢাকা: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে কোনো মৃত্যু হয়নি। ফলে মোট মৃত্যুর সংখ্যা অপরিবর্তিত রয়েছে ২৯ হাজার ৩৮০ জনে । তবে করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছে ২৯৯ জন। এ নিয়ে মোট করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ২৯ হাজার ৩১৪ জনে। শনিবার (৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৬৯০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৬৯ হাজার ৩৪৪ জন। ২৪ ঘণ্টায় ২ হাজার ১৮৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২ হাজার ১৯৯টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩.৬০ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬১ শতাংশ। এর আগে গতকাল শুক্রবার দেশে করোনায় পাঁচজন মারা গেছে। একইসঙ্গে করোনা শনাক্ত হয়েছিল ৪৯১ জনের।
Discussion about this post