নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দায় জামাইয়ের হাতে শাশুড়িকে খুনের অভিযোগ উঠেছে। নিহতের নাম রহিমা বেগম (৫৫)। শুক্রবার দিনগত রাত ১টার দিকে উপজেলার লস্করদিয়া ইউনিয়নের সাবার গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, রাতে টয়লেটে যেতে শাশুড়ি রহিমা বেগম ঘরের বাইরে বের হন। এসময় জামাই ইউনুস মোল্লা ছুরি দিয়ে শাশুড়িকে কুপিয়ে আহত করে। এসময় তার চিৎকারে স্থানীয়তা এগিয়ে গেলে ইউনুস পালিয়ে যায়। পরে রহিমা বেগম উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। তবে, কী কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তা তাৎক্ষণিক জানা যায়নি। নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
Discussion about this post