স্পোর্টস রিপোর্ট: ভিক্টোরিয়া প্লাজেনকে ৫-০ গোলে উড়িয়ে দিল বায়ার্ন মিউনিখ। মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নস লিগের গ্রুপপর্বের ম্যাচে দুর্দান্ত এ জয় তুলে নেয় বায়ার্ন। এ টুর্নামেন্টে গ্রুপপর্বে টানা ৩১ ম্যাচ অপরাজিত বায়ার্ন। তারা পেছনে ফেলেছে রিয়াল মাদ্রিদের রেকর্ড। ম্যাচের সপ্তম মিনিটেই লেরয় সানের গোলে এগিয়ে যায় বায়ার্ন। ৬ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন সার্জে জিনাব্রি। ২১ মিনিটে ৩-০ করেন সাদিও মানে। এর চার মিনিট পর জামাল মুসিয়ালা গোলরক্ষককে একা পেয়েও বল জালে জড়াতে পারেনি। নাহলে বিরতির আগেই এক হালি গোল পেয়ে যেতো স্বাগতিকরা। তবে দাপট ধরে রেখে দ্বিতীয়ার্ধে ৯ মিনিটের মধ্যে আরও দুই গোল করে বড় জয় নিশ্চিত করে ফেলে বুন্দেসলিগার ক্লাবটি। ৫০তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন সানে। ৫৯ মিনিটে ৫-০ করেন বদলি খেলোয়াড় চিওপো মতিং।
Discussion about this post