টঙ্গী(গাজীপুর) প্রতিনিধি:টঙ্গী স্টেশন রোডের পরিত্যাক্ত ক্যাপারী সিনেমা হলের ভেতরে গণধর্ষণের শিকার হওয়ার অভিযোগ করেছেন এক যুবতী। সোমবার (৩ অক্টোবর) এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধর্ষণের শিকার ১৯ বছরের তরুণী মামলার এজাহারে উল্লেখ করেন, শিপলু (২২) পূর্ব পরিচয় সূত্রে নাস্তা খাওয়ানোর কথা বলে তাকে পরিত্যাক্ত সিনেমা হলের ভেতর নিয়ে যায়। সেখানে আগে থেকে অবস্থান করা জুনায়েদ (২০) তাকে মুখ চেপে ধরে ধর্ষণ করে। পরে শিপলুও তাকে জোরপূর্বক ধর্ষণ করে। পালাক্রমে কয়েকবার ধর্ষণের পর অসুস্থ অবস্থায় থানায় হাজির হয়ে ভুক্তভোগী ধর্ষকদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
Discussion about this post