বিনোদন ডেস্ক: মা হওয়ার কয়েক মাসের মধ্যেই লাস্যময়ী চেহারায় ধরা দিয়েছেন লাস্যময়ী নুসরাত। ওজন কমিয়েও চমকে দিয়েছেন এই অভিনেত্রী। মাতৃত্বের পর এত অল্প সময়ের মধ্যে তাকে ওজন কমিয়ে ফেলতে দেখে বিস্মিত হয়েছিলেন অনেকেই। সামাজিক যোগাযোগমাধ্যমে নীল-গোলাপী প্রিন্টেট বিকিনিতে ফটোশ্যুটের ছবি দিয়ে অনুরাগীদের আরও একবার চমকে দিয়েছেন নুসরাত জাহান। তবে নুসরাতকে এতটা রোগা হতে দেখে অনেক অনুরাগীরই হতাশ। সাংসদ ও অভিনেত্রীর এই পোস্টের নিচে কেউ কেউ লিখেছেন, ‘একটুও ভালো লাগছে না। এখন আর কিছুতেই মানায় না’। কেউ আবার লিখেছেন, ‘পাগল ও এর চেয়ে সুন্দর দেখায়’, কেউ আবার ‘চিংড়ি মাছ’ বলে কটাক্ষ করেছেন। কারোর কটাক্ষ ‘হাড্ডিসার’। যদিও তার অনুরাগীদের আশ্বস্ত করে ছবির ক্যাপশানে নুসরত লিখেছেন, ‘পুজো এসে গেছে, তাই ডায়েটকে এবার গুডবাই বলতে চলেছেন।’ আর তাই কিছু নেটনাগরিকের প্রশ্ন, ‘তাহলে কি কবজি ডুবিয়ে খাওয়ার পরিকল্পনা করছেন?’ এদিকে, টলিপাড়ায় শোনা যাচ্ছে এবার বিগ বসে নাকি প্রতিযোগী হয়ে হাজির থাকতে চলেছেন অভিনেত্রী নুসরাত জাহান। যদিও এ বিষয়ে নুসরাত নিজে কোনো মন্তব্য করেননি।
Discussion about this post